তাহমীদ রহমান: [২] নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে স্থানীয় সময় শুক্রবার ভোরে হাতবোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। এনডিটিভি
[৩] ভোর চারটার দিকে এক হামলাকারী ওই বোমা বিস্ফোরণ ঘটায়।
[৪] সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সোয়ে উইন এএফপিকে বলেন, এলাকার বাসিন্দারা আগুন দেখার পর ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন। কে বা কারা হাতবোমাটি দপ্তরের দিকে ছুড়ে মেরেছে তা সঠিক করে বলতে পারেনি তারা। আগুন সকাল পাঁচটার দিকে নিয়ন্ত্রনে করে ফায়ার সার্ভিস।
[৫] সোয়ে উইন বলেন, আমাদের পুলিশে অভিযোগ করতে হবে। কে এই কাজ করেছে তা আমরা জানি না, তবে এটি মোটেও ভাল কাজ নয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল