শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে রাস্তা সংস্কারে পানি ব্যবহার না করায় বারছে ধুলো জনজীবন অতিষ্ঠ

সনত চক বর্ত্তী: ফরিদপুর  জেলার বোয়ালমারী উপজেলা  মহিলা কলেজ মোড় হতে-গোহাইলবাড়ী বাজারের রাস্তা এখন ধুলার শহর, নতুন কেউ এলাকায় বেড়াতে এলে মনে করবে রাঙা মাটির শহর । অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ও সংস্কার এর জন্য কার্পেটিং তুলে ফেলার  সড়কে সৃষ্টি হয়েছে এই ধুলার সমস্যা সমস্যা । যার কারণে সড়কের চারিদিকে ধুলা উড়ছে।  যা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং না থাকায় সড়কে শুধু ধুলো আর ধুলো। কতৃপক্ষ রাস্তায় পানি দেওয়া কথা থাকলেও পানি না দেওয়া ধুলো আরো বৃদ্ধি পাচ্ছে।

এ ধুলো থেকে কিছুতেই নিস্তার পাচ্ছে না যাত্রীসহ পথচারীরা। চরম অস্বস্তিতে পথ চলতে হচ্ছে সাধারণ মানুষকে। অস্বস্তিতে আছে ব্যবসায়ীরাও। ধুলোর কারণে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। এতে মানুষের সর্দি, চর্মরোগ, কাশিসহ শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।মহিলা কলেজ মোড়  থেকে গোহাইলবাড়ী পর্যন্ত ১০ কিলোমিটার এই  সড়কের বর্তমানে করুন অবস্থা। খানাখন্দে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সড়কের দু’পাশ প্রস্তুতকরণের কাজ চলমান থাকলেও দীর্ঘদিন ধরে চলছে  সংস্কার  এ সড়কটি এখন গাড়ি চলাচলের অনুপযোগী ও চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

রাস্তা দিয়ে যাওয়া সময় ভ্যান চালক করিম বলেন, রাস্তা কারপেটিং তুলে ফেলার পরে যদি সময় মত পানি দিত তাহলে ধুলোর কোন সমস্যা হতো না। রাস্তার কাজে নিয়োজিত এক শ্রমিক বলেন গরমের সময় তার পর পাশে পানি নেই তাই পনি দিতে সমস্যা হয়।তারপর মাঝে মাঝে পানি দিয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়