শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশি-বিদেশি লেখকদের বই দিয়ে তোরণ নির্মাণ করেছে লালমনিরহাটের হাতীবান্ধার দইখাওয়া আদর্শ কলেজ

বাশার নূরু: [২] কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ব্যতিক্রম এ তোরণ নির্মাণ করেছেন।

[৩] বই দিয়ে তৈরি সুউচ্চ এ তোরণ দেখতে কলেজ গেটে ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকার মানুষ। বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ব্যতিক্রম এ উদ্যোগ আয়োজকদের।

[৪] বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দইখাওয়া আদর্শ কলেজের প্রধান ফটকে দেশ-বিদেশের কথাসাহিত্যিক ও লেখকদের ৫০টি বই দিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। হাতীবান্ধা-চাপারহাট আঞ্চলিক সড়কের পাশেই আদর্শ কলেজটি প্রতিষ্ঠিত। নিভৃত পল্লী অঞ্চলে এমন দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান পথচারীদের দৃষ্টিকাড়ে।

[৫] কলেজের প্রধান প্রবেশ গেটে আসতেই সবারই দৃষ্টিতে পড়বে দেশ-বিদেশের সনামধন্য সাহিত্যিকদের লেখা পছন্দের বইগুলো। শুধু তোরণেই নয়, কলেজের গ্রন্থগারেও দেখা মিলবে এসব বইয়ের। পাঠকরা তোরণে বইয়ের নাম দেখে গ্রন্থগারে গিয়ে পড়তে পারবেন পছন্দের এসব বই। এছাড়াও কলেজের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন এক শহীদ মিনার। শহীদ মিনারটিকে আগলে ধরে রেখেছে একটি বই। বইয়ের মলাটে রয়েছে বর্ণ। রয়েছে মুক্তিযুদ্ধের গল্প।

[৬] ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ তোরণটি উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়