শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণহত্যা দিবসে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী চলছে নানা কর্মসূচি

এস.এম আকাশ: [২] ২৫ মার্চ গণ হত্যা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটিতে নানা কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ করছে ফরিদপুর জেলা প্রশাসন।

[৩] সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।

[৪] শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন অনিন্দিতা চৌধুরী মৃত্তিকা, মোঃ আল আমিন, দিল আফরোজ শ্রাবণী, মোঃ শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, সরকারি রাজেন্দ ্রকলেজের ইংরেজি বিভাগের সহযোগীঅধ্যাপক রেজভী জামান, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আবু সুফিয়ান চৌধুরী কুশল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী জাহিদ, শিক্ষক শেখ জামাল প্রমুখ।

[৫] এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা। সভাটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবিরউদ্দিন।

[৬] এদিকে বিকেল ৪ টায় কবি জসীম উদদীন হলে গণহত্যার উপরদূর্লভ আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদদের স্মরণে স্বাধীনতা চত্ত্বরে প্রতীকী গণ কবরে আলোক প্রজ্জ্বলন ও সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব বর্ষ মঞ্চে গণহত্যা ও মহান মুক্তি যুদ্ধের উপর গীতিনাট্য-সাংষ্কৃতিক অনুষ্ঠান হবে। রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় জেলায় প্রতীকী ব্ল্যাক আউট হবে।

[৭] উল্লেখ্য-২৫ মার্চ বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় বেদনা বিধুররাত। ১৯৭১ সালের আজ কেররাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ও পরযেনির্ম মহত্যাযজ্ঞ চালিয়েছে, তাপৃথিবীর ইতিহাসে একঘৃণ্যতম গণহত্যা রনজির হয়ে আছে। বর্বরহত্যা যজ্ঞের এ দিনটি ২০১৭ সাল থেকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি আন্তর্জাতিক ভাবে পালনের জন্য স্বীকৃতি আদায়ের কাজ ও চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়