জানা যায়, চলতি মাসের ১৫ মার্চ বৃন্দাবন চা বাগানের উৎপাদিত ইয়েলো টির পাঁচ কেজির পুরো লট চট্টগ্রাম চা নিলাম অকশনে তুলেছিল পূর্ববাংলা ব্রোকার্স। ৮ হাজার ৩শ টাকা দরে পুরো লট কিনেছে শ্রীমঙ্গলের গুপ্ত টি হাউজ। ১৮ মার্চ শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে বৃন্দাবন চা বাগানের ইয়েলো টির দুই কেজির লটের সবটাই কেজিপ্রতি ১২ হাজার ২শ টাকায় কিনেছে পপুলার টি হাউজ।
গুপ্ত টি হাউজের পীযুষ কান্তি দাশগুপ্ত বাংলানিউজকে বলেন, ভ্যাট-ট্যাক্স দিয়ে ইয়েলো টির দাম প্রায় ১০ হাজার টাকা পড়ে গেছে। প্রতি ১০০ গ্রাম ইয়েলো টি আমরা বিক্রি করছি ১১০০ টাকায়।এই ইয়েলো টি প্রসঙ্গে বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান বাংলানিউজকে বলেন, ইয়েলো টির ভবিষ্যৎ ভালো। এখন আর অনেকেই সাধারণ চা পছন্দ করেন না। ২০/৩০ বছর আগের চায়ের অবস্থা কিন্তু এখন নেই।
ভারতের একটি চা কোম্পানি মনোহরী টি এস্টেট হোয়াইট টি তৈরি করেছে। তারা সেই চা ৭৫ হাজার রুপিতে প্রতি কেজি বিক্রি করেছে। এর দাম পড়েছে বাংলাদেশি টাকায় এক লাখ টাকা। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমাদের বাগানে প্রথম গ্রিন-টি পরে ইয়েলো-টি তৈরি করলাম। শ্রীমঙ্গল যেহেতু পর্যটননগরী এবং চায়ের রাজধানী তাই সেখানে আমাদের বাগানের স্পেশাল চাগুলো বেশি চলছে।বাংলা নিউজ২৪