শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোদে পোড়া ত্বকের সমাধান ঘরেই: বানিয়ে নিন প্রাকৃতিক বডি ওয়াশ

তীব্র রোদে বাইরে বের হলে হাত-পায়ে রোদে পুড়ে কালোভাব পড়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। শুধু রোদই নয়, ধুলাবালি ও ময়লার জমে থাকা ত্বককে মলিন ও রুক্ষ করে তোলে। যদি সময়মতো যত্ন না নেওয়া হয়, এই দাগ দূর করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন কার্যকর এক বডি ওয়াশ, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক ফিরবে আগের মতো উজ্জ্বল ও মসৃণ।

যেসব উপকরণ লাগবে:
*কফি গুঁড়া
*মধু
*চিনির গুঁড়া (না থাকলে চিনি ব্লেন্ড করে নিন)
*ভাজা হলুদ
*নারকেল তেল
*রাসায়নিকমুক্ত বডি ওয়াশ (ঐচ্ছিক)

তৈরি করার পদ্ধতি:

১. প্রথমে একটি শুকনো প্যানে গুঁড়া হলুদ দিয়ে হালকা আঁচে ভাজুন। হলুদের রঙ যখন হলুদ থেকে বাদামি হতে শুরু করবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

২. এরপর একটি পাত্রে কফি, মধু, চিনির গুঁড়া, ভাজা হলুদ ও নারকেল তেল নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

৩. চাইলে এতে পরিমাণমতো রাসায়নিকমুক্ত বডি ওয়াশ মিশিয়ে আরও ভালো ফেনা ও পরিষ্কার করার অনুভূতি পেতে পারেন।

৪. মিশ্রণটি একটি পরিষ্কার, শুকনো ও এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করুন।

৫. গোসলের সময় এটি ব্যবহার করুন, বিশেষ করে হাত-পা ও ঘাড়ে। নিয়মিত ব্যবহারে ট্যান দূর হবে, ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

ব্যবহার করার আগে সতর্কতা: প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই একটি ছোট প্যাচ টেস্ট করুন—হাত বা পায়ের ছোট একটি অংশে লাগিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। লালচে ভাব, চুলকানি বা জ্বালাপোড়া হলে ব্যবহার বন্ধ করুন।

এই ঘরোয়া ডি-ট্যান বডি ওয়াশ নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ যেমন হালকা হবে, তেমনি ত্বকও পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়