শিরোনাম
◈ বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি  ◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত ◈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড ◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোদে পোড়া ত্বকের সমাধান ঘরেই: বানিয়ে নিন প্রাকৃতিক বডি ওয়াশ

তীব্র রোদে বাইরে বের হলে হাত-পায়ে রোদে পুড়ে কালোভাব পড়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। শুধু রোদই নয়, ধুলাবালি ও ময়লার জমে থাকা ত্বককে মলিন ও রুক্ষ করে তোলে। যদি সময়মতো যত্ন না নেওয়া হয়, এই দাগ দূর করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন কার্যকর এক বডি ওয়াশ, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক ফিরবে আগের মতো উজ্জ্বল ও মসৃণ।

যেসব উপকরণ লাগবে:
*কফি গুঁড়া
*মধু
*চিনির গুঁড়া (না থাকলে চিনি ব্লেন্ড করে নিন)
*ভাজা হলুদ
*নারকেল তেল
*রাসায়নিকমুক্ত বডি ওয়াশ (ঐচ্ছিক)

তৈরি করার পদ্ধতি:

১. প্রথমে একটি শুকনো প্যানে গুঁড়া হলুদ দিয়ে হালকা আঁচে ভাজুন। হলুদের রঙ যখন হলুদ থেকে বাদামি হতে শুরু করবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

২. এরপর একটি পাত্রে কফি, মধু, চিনির গুঁড়া, ভাজা হলুদ ও নারকেল তেল নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

৩. চাইলে এতে পরিমাণমতো রাসায়নিকমুক্ত বডি ওয়াশ মিশিয়ে আরও ভালো ফেনা ও পরিষ্কার করার অনুভূতি পেতে পারেন।

৪. মিশ্রণটি একটি পরিষ্কার, শুকনো ও এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করুন।

৫. গোসলের সময় এটি ব্যবহার করুন, বিশেষ করে হাত-পা ও ঘাড়ে। নিয়মিত ব্যবহারে ট্যান দূর হবে, ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

ব্যবহার করার আগে সতর্কতা: প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই একটি ছোট প্যাচ টেস্ট করুন—হাত বা পায়ের ছোট একটি অংশে লাগিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। লালচে ভাব, চুলকানি বা জ্বালাপোড়া হলে ব্যবহার বন্ধ করুন।

এই ঘরোয়া ডি-ট্যান বডি ওয়াশ নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ যেমন হালকা হবে, তেমনি ত্বকও পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়