শিরোনাম
◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ মাসের মধ্যে দেশে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৩৫৫৪, মৃত্যু ১৮ জন

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) দেশে মৃত্যু হয়েছে ১৮ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

[৩] এর আগে গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর পরে মঙ্গলবার একদিনে সাড়ে তিনহাজারের বেশি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন, ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৩৫ জন, এপর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন, ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

[৪] এপর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯, আর সুস্থ্য ৯১দশমিক ১২ এবং মৃত্যু ১ দশমিক ৫১।

[৫] এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে পুরুষ ১২ ও নারী ৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে বিভাগে ৩ জন, রংপুরে ১ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মারা গেছেন আর একজন বাড়িতে।

[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৮ জনের মধ্যে ৪১-৫০ দুইজন, ৫১-৬০ উর্ধ্ব ৬ জন, এর মধ্যে ষাটউর্ধ্ব ১০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৩৫৭জনের।

[৭] নমুনা পরীক্ষা হয়েছে, ২৫ হাজার ৯৫৪ জনের। এপর্যন্ত মোট পরীক্ষা ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪ জনের। আর সরকারি ব্যবস্থাপনায় ৩৩ লাখ ৯৬ হাজার ৯২৩ জনের আর বেসরকারি ব্যবস্থাপনায় ১০লাখ ৬৩হাজার ২৬১ হনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়