শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ মাসের মধ্যে দেশে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৩৫৫৪, মৃত্যু ১৮ জন

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) দেশে মৃত্যু হয়েছে ১৮ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

[৩] এর আগে গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর পরে মঙ্গলবার একদিনে সাড়ে তিনহাজারের বেশি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন, ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৩৫ জন, এপর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন, ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

[৪] এপর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯, আর সুস্থ্য ৯১দশমিক ১২ এবং মৃত্যু ১ দশমিক ৫১।

[৫] এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে পুরুষ ১২ ও নারী ৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে বিভাগে ৩ জন, রংপুরে ১ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মারা গেছেন আর একজন বাড়িতে।

[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৮ জনের মধ্যে ৪১-৫০ দুইজন, ৫১-৬০ উর্ধ্ব ৬ জন, এর মধ্যে ষাটউর্ধ্ব ১০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৩৫৭জনের।

[৭] নমুনা পরীক্ষা হয়েছে, ২৫ হাজার ৯৫৪ জনের। এপর্যন্ত মোট পরীক্ষা ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪ জনের। আর সরকারি ব্যবস্থাপনায় ৩৩ লাখ ৯৬ হাজার ৯২৩ জনের আর বেসরকারি ব্যবস্থাপনায় ১০লাখ ৬৩হাজার ২৬১ হনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়