শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ মাসের মধ্যে দেশে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৩৫৫৪, মৃত্যু ১৮ জন

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) দেশে মৃত্যু হয়েছে ১৮ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

[৩] এর আগে গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর পরে মঙ্গলবার একদিনে সাড়ে তিনহাজারের বেশি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন, ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৩৫ জন, এপর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন, ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

[৪] এপর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯, আর সুস্থ্য ৯১দশমিক ১২ এবং মৃত্যু ১ দশমিক ৫১।

[৫] এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে পুরুষ ১২ ও নারী ৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে বিভাগে ৩ জন, রংপুরে ১ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মারা গেছেন আর একজন বাড়িতে।

[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৮ জনের মধ্যে ৪১-৫০ দুইজন, ৫১-৬০ উর্ধ্ব ৬ জন, এর মধ্যে ষাটউর্ধ্ব ১০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৩৫৭জনের।

[৭] নমুনা পরীক্ষা হয়েছে, ২৫ হাজার ৯৫৪ জনের। এপর্যন্ত মোট পরীক্ষা ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪ জনের। আর সরকারি ব্যবস্থাপনায় ৩৩ লাখ ৯৬ হাজার ৯২৩ জনের আর বেসরকারি ব্যবস্থাপনায় ১০লাখ ৬৩হাজার ২৬১ হনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়