কালাম আজাদ : [২] সোমবার দুপুরে ওই কারখানায় যৌথ অভিযান চালায় জেলা পুলিশ ও ডিবি পুলিশ। এ সময় দুটি শাটারগান ও একটি বিদেশি রিভলবারসহ দুজনকে আটক করা হয়।
[৩] আটকরা হলেন, বেড়া উপজেলার রাকশা ভারেঙ্গা গ্রামের মকছেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মনসুর মিঠু ও একই উপজেলার নাটিয়া বাড়ি রাজনারায়নপুর গ্রামের মো. হানিফ কাজীর ছেলে আব্দুল্লাহ আল সিয়াম।
[৫] অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নাটিয়াবাড়ি মোড়ে শাহ আলমের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখান থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুজনকে হাতেনাতে আটক করা হয়।
[৬] তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছ। আটক দু’জনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরির আইনে মামলায় দায়ের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ