শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাওগাত আলী সাগর:  ‘পরমত সহিষ্ণুতার’ জন্য সালমান রহমান ভাতৃদ্বয় এবং তাদের বেক্সিমকো গ্রুপকে বিশেষভাবে পুরষ্কৃত করা উচিত!

শাওগাত আলী সাগর: কখনো কখনো মনে হয় ‘পরমত সহিষ্ণুতার’ জন্য সালমান রহমান ভাতৃদ্বয় এবং তাদের বেক্সিমকো গ্রুপকে বিশেষভাবে পুরষ্কৃত করা উচিত। খেলাপি ঋণ, শেয়ারবাজার নিয়ে বছরের পর বছর মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে লেখা হয়েছে, লেখা গেছে। এখনো কথায় কথায় সালমানকে ‘দরবেশ’বলে তিরষ্কার করা যায়। অথচ কার্টুনিস্ট কিশোরের গ্রেপ্তারের সঙ্গে ‘কোনো এক বেসরকারি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের’ (পত্রিকায় এভাবেই লেখা হয়েছে।) প্রসঙ্গ উঠছে, কিন্তু কোনো পত্রিকায় তার নাম, তার সম্পর্কে কোনো তথ্য আসছে না।

কিশোর তার সাক্ষাৎকারে সেই চেয়ারম্যানের নাম বলেছিলেন কীনা জানি না, কিন্তু পত্রিকায় প্রকাশিত কিশোরের জবানীতে তার নাম উল্লেখ করা হয়নি। আন্দোলনকারীরাও সেই ব্যবসায়ীকে আলোচনায় আনেননি। অথচ সালমানদের কি সহজেই সমালোচনা করা যায়, গালাগালি করা যায়। সালমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেই হিসেবে তার ক্ষমতা কম না, তাদের মিডিয়া আছে, তারা ব্যবসায়ী। তবু পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় তাদের যা খুশি তা বলা যায়। কিন্তু কার্টুনিস্ট কিশোরের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদে ‘কোনো এক বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের’ ব্যাপারে  কিশোরকে কেন প্রশ্ন করা হলো- তা নিয়ে  কেউই খোঁজ করেননি। ফেসবুক থেকে, মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়