শিরোনাম
◈ ‌বিশ্বকা‌পে আজ অস্ট্রেলিয়াকে হারা‌তে চায় বাংলাদেশ নারী দল ◈ এইচএসসিতে কোন বোর্ডে পাসের হার কত, যা যানাগেল ◈ ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া ◈ সা‌কিব আল হাসান একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন  ◈ বাছাই প‌র্বে সব ম্যাচ হেরেও  বিশ্বকাপের দ্বারপ্রান্তে সান মারিনো? ◈ এইচএসসিতে ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে ◈ স্বর্ণের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কেন শীর্ষে ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপি প্রস্তুত, জামায়াত স্পষ্ট নয়, এনসিপি শর্ত দিয়েছে, ৫ দল সই করবে না ◈ শেখ হাসিনার ফোনালাপও গোপনে রেকর্ড করেছিল এনটিএমসি ◈ চাকসু নির্বাচন: ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবিরের হট্টগোল, প্রো-ভিসি অবরুদ্ধ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ইস্যুতে শোয়েব-‘পিসিবির চেয়ারম্যান এহসান মানি কোথায়? সামনে আসুন, জবাব দিন’

স্পোর্টস ডেস্ক: [২] অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকার পর হঠাৎ পিএসএলে করোনা হানা দিয়েছে। সুপার লিগের সাতজনের করোনা পজেটিভ আসার সঙ্গে সঙ্গে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তাতেই দেশটির বোর্ড সভাপতি এহসান মানির ওপর চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

[৩] তিনি বলেন, আপনারা (পিসিবি) খেলোয়াড়দের জীবন নিয়ে ছেলেখেলা করছেন। পিসিবির চেয়ারম্যান কোথায়, কোথায় মানি? সামনে আসুন, জবাব দিন। পিএসএল চালিয়ে আপনি পাকিস্তানের সুনাম নষ্ট করছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীকে বলছি, এ বিষয়ে হস্তক্ষেপ করুন দয়া করে। এটা পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেটের জন্য অপমানজনক।

[৪] কড়া নিরাপত্তার পরও ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টির দায় বর্তায় টুর্নামেন্টে দায়িত্বরত মেডিক্যাল প্যানেলের ওপর। তাদের বিরুদ্ধে শক্ত হাতে তদন্তের দাবি জানালেন শোয়েব। তিনি বলেন, স্বীকার করতে হবে যে, এর জন্য মেডিক্যাল প্যানেল দায়ী এবং জৈব সুরক্ষা বলয় ঠিকঠাক রাখা উচিত ছিল। এই মেডিক্যাল প্যানেলকে ছেড়ে দেয়া যাবে না।

[৫] গত ২০ ফেব্রুয়ারি শুরু হয় পিএসএলের ষষ্ঠ মৌসুম। করোনা মহামারির মধ্যে এভাবে লিগ আয়োজন করা, খেলোয়াড়দের করোনায় আক্রান্ত হওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় পিসিবির দায়ই বেশি দেখছে ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্স। পিসিবির তৈরি জৈব সুরক্ষাবলয় নিয়েই প্রশ্ন তুলেছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী আতিফ রানা। এদিকে শোয়েবের দাবি, পিসিবি ও পিএসএলের চিকিৎসক প্যানেলের বিরুদ্ধে ভালো করে তদন্ত করা হোক। - জি নিউজ/ ঢাকাটাইমস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়