শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৩:২০ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক আইডি হ্যাক, আপত্তিকর ছবির জেরে ছাত্রীর মৃত্যু: তরুণ গ্রেপ্তার

সুজন কৈরী : ফেসবুকে পরিচয় ও চ্যাটিংয়ের সূত্র ধরে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী নন্দিতা (২১) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সৌরভ দাস গুপ্তের (২১)। কিন্তু সম্পর্কের এক বছরের মাথায় নন্দিনীর আচরনে পরিবর্তন খেয়াল করেন সৌরভ। যোগযোগ কমিয়ে দেন নন্দিনী। সৌরভ মনে করেন, নন্দিনী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নন্দিনী। এজন্য সৌরভ পরিকল্পনা করে নন্দিনীর ফেসবুক আইডি হ্যাক করেন এবং তার ধারনার সত্যতা পান। সৌরভ নিশ্চিত হন নন্দিনী তার সঙ্গে প্রতারণা করেছেন। প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেন এবং নন্দিনীকে চরম শিক্ষা দিতে ব্যস্ত হয়ে পরেন সৌরভ। হ্যাকড হওয়া ফেসবুক আইডি সৌরভ নিয়ন্ত্রনে নেন এবং আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের নন্দিনীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও পাঠান। নন্দিনীর এক বন্ধুকে তার বাসায় পাঠিয়ে ভয় দেখান ও হুমকিও দেন সৌরভ। চরম মানসিক যন্ত্রণায় নন্দিনী ওই রাতেই আত্মহত্যা করেন।

গত বছরের ৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে নন্দিনীর মৃত্যুর খবর প্রকাশ পেলে সেই সূত্র ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশের মনিটরিং টিম তদন্ত শুরু করে। সিপিসির বিশেষ টিম ফেসবুক কর্তৃপক্ষ, মোবাইল অপারেটর, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। ভুক্তভোগী নন্দিনীর হ্যাকড হওয়া ফেসবুক আইডি বিশ্লেষন করেন। প্রাপ্ত তথ্যে সাইবার পুলিশ জানতে পারে, ফেসবুক আইডিটি চট্টগ্রামের বোয়ালখালীর জয় চক্রবর্তী নামের একজনের মোবাইলে ব্যবহৃত হয়েছে। এরপর সাইবার পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে জয়কে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জয় জানান, গত বছরের নভেম্বরে সৌরভ দাস গুপ্ত নামের এক বন্ধু তার বাসায় বেড়াতে যান এবং ৫ থেকে ৬ দিন থাকেন। ওই সময় সৌরভ জয়ের মোবাইল ব্যবহার করে ফেসবুক চালিয়েচেন। জয়ের দেওয়া তথ্যে সাইবার টিম চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করে।

সিআইডর সাইবার পুলিশ জানিয়েছে, চরম মানসিক যন্ত্রণায় নন্দিনী আত্মহত্যা করেছেন। ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নন্দিনী সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার বিকাশ চৌধুরীর একমাত্র মেয়ে ছিলেন। নন্দিনী সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্সের ছাত্রী ছিলেন। যেদিন আত্মহত্যা করেন, তার কয়েকদিন পরই নন্দিনীর বিয়ে হওয়ার কথা ছিলো।

সিআইডি’র সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্টের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ বলেন, বুধবার সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সৌরভের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে ফোনে নন্দিনীর ফেসবুক আইডি লগ-ইন অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার সৌরভকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে সৌরভ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়