স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের ১১তম ম্যাচে এক ওভারে ৩২ রানের দেখা মিললো যা কিনা পিএসএল ইতিহাস এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।
[৩] করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এদিন করাচি কিংসের মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি। এর পেশোয়ারের ব্যাটিং ইনিংসের শেষ (২০তম) ওভার বল করতে আসেন করাচির অস্ট্রেলিয়ান পেসার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। এই ওভারে ক্রিস্টিয়ান ৩২ রান দেন। যার মধ্যে পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ ব্যাট ৬ বলে দুই ছক্কা, তিনটি চার ও একটি বলে দুই রান নেন। এছাড়া বাকি ৬ টি রান অতিরিক্ত দেন এই অজি বোলার।
[৪] উল্লেখ্য এর আগে পাকিস্তান সুপার লিগে এক ওভারে সর্বোচ্চ রান দেন আমির ইয়ামিন ২৯ রান। - ক্রিকইনফো