অনন্যা আফরিন: [২] জেলা শহরের প্রধান স্টেশন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি, বিভিন্ন ট্রেনের বগি বাড়ানোসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে।
[৩] গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে এক ঘণ্টা ধরে এই কর্মসূচি পালনকালে জয়দেবপুর স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী তিনটি ট্রেন আটকে থাকে। এছাড়া স্টেশনের বাইরে দুদিকে আটকে থাকে দুটি ট্রেন এবং আরো কয়েক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
[৪] এসময় অবস্থান কর্মসূচিতে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিং-এ ওভারব্রিজ নির্মাণসহ ১০ তুলে ধরা হয়। গাজীপুরের ৭০ লাখ মানুষের এ দাবি মেনে নেয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা।যুগান্তর,মানবজমিন