স্পোর্টস ডেস্ক: [২]সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। রঙিন জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করা এই অলরাউন্ডার শুক্রবার ২৬ ফেব্রুয়ারি, টুইটারে এক পোস্টের মাধ্যমে ক্রিকেটকে বিদায় বলে দেন।
[৩]ইউসুফ ভারতের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি। দেশের হয়ে তিনি ৫৭ ওয়ানডে ও ২২টি টি- টোয়েন্টি ম্যাচ খেলেন। - টুইটার