শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক নাবিকদের যন্ত্রণা দেওয়ায় উত্তর কোরিয়াকে ১৯ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশ

দেবদুলাল মুন্না: [২] এ রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালত বিচারক রায়ে বলেন, পিয়ংইয়ংকে ১৯৬৮ সালে গোয়েন্দা জাহাজ ইউএসএস পাবলোর সাবেক নাবিকদের যন্ত্রণা ও দুঃখভোগের জন্য ২.৩ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দিতে হবে। খবর সিএনএন ও পলিটিকোর।

[৩] ১৯৬৮ সালের ২৩ জানুয়ারির ঘটনার রেশ ধরে পঞ্চাশ বছরের বেশি সময় পর এ রায় পেল ভুক্তভোগীরা। ওই সময় কোরিয়া উপদ্বীপের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় উত্তর কোরিয়া ৮৩ জন নাবিকসহ ইউএসএস পাবলোকে জব্দ করে। পরে ১১ মাস পর নাবিকদের মুক্তি দেওয়া হলেও জাহাজকে আর ফেরত দেয়নি।

[৪] ২০১৮ সালে ইউএসএস পাবলোর নাবিক ও তাদের আত্মীয়স্বজন উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলা করেন।

[৫] আগের আইন অনুযায়ী বিদেশি সরকার এ ধরনের মামলা থেকে অব্যাহতি পেতো। কিন্তু যুক্তরাষ্ট্র কংগ্রেস ২০১৬ সালে এ আইনে সংস্কার আনে। আইনটি সংস্কারের সময় সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। আর এ কারণেই পাবলো জাহাজের নাবিকেরা মামলা করার সুযোগ পান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়