শিরোনাম
◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন ধরনের মাদক ক্রিস্টাল মেথসহ আটক ২

রাজু চৌধুরী : [২] মহানগরীর খুলশী থানাধীন মোজাফফর নগর বাইলেন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার নতুন ধরনের মাদক "আইস (ক্রিস্টাল মেথ)" উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৩] বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ০৩নং মোজাফফর নগর বাইলেন এর আরআইডি হাফসা নামক বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন বুধবার রাতে অভিযান পরিচালনা করে শফিউল আলম(৩৪), পিতা- মোজাফফর আহমেদ এবং মো.ইয়াছিন রানা (৫০), পিতা- মৃত আবুল কালামের ছেলেকে আটক করে।

[৪] আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে নতুন ধরনের মাদক ১৪০ গ্রাম আইস (ক্রিস্টাল) উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট নেশাজাতীয় মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

[৫] গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়