শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর বেনাপোল সড়কের ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট

জাহিদুল কবির:যশোর বেনাপোল সড়কের একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ছয় জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর।

অভিযুক্ত আসামিরা হলো শহরের চাঁচড়া মধ্যপাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির হোসেন, মোল্লাপাড়ার ইউনুচের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে রাকিব ইসলাম, বারান্দী-মোল্লাপাড়া কবরস্থান সড়কের লাল মিয়ার ছেলে নাসির হোসেন, আশ্রম রোডের আতিয়ারের ছেলে আমির হামজা আহম্মেদ রনি, ধর্মতলা রেল লাইন এলাকার ইউসুফ আলীর ছেলে নাজুল হাসান শাকিল ও সদরের লেবুতলা গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সেহেল রানা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর রাতে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চির এমবিবিআই ইট ভাটার পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতির নিচ্ছে বলে সংবাদ পায় পুলিশ। পুলিশের একটি টিম সেখানে গেলে আসামিরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাদেও চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ওয়ান স্যুটারগান, একটি সার্টারগান, একটি পাইপগান, একটি ওয়ান স্যুটারের গুলি, ৭ রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু, দুইটি দা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মাসুদুর রহমান বাদী ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্য ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত সকল আসামিকে আটক দেখানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়