শিরোনাম
◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির সঙ্গে চুক্তির ১৭ কোটি ডলার কমিয়েছে ম্যানচেস্টার সিটি!

স্পোর্টস ডেস্ক : [২] গত আগস্টে বার্সেলোনা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। ওই সময়ই কোচ পেপ গার্দিওলার আগ্রহে ম্যানচেস্টার সিটি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ৬০ কোটি পাউন্ডের প্রস্তাব দেয়। কিন্তু রিলিজ ক্লজ জটিলতায় ন্যু ক্যাম্প ছাড়া হয়নি মেসির। আগামী জুনে চুক্তি শেষে বার্সার সঙ্গে সম্পর্কের ইতি হয়তো টানবেন তিনি। সেই আশায় বসে আছে ম্যানসিটি। কিন্তু চুক্তির অঙ্কটা ১৭ কোটি পাউন্ড কমে গেছে।

[৩] ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে পাঁচ বছরের চুক্তি জন্য নতুন একটি প্যাকেজ তৈরি করেছে ম্যানসিটি। বার্সা অধিনায়ককে ৪৩ কোটি পাউন্ডে চুক্তির প্রস্তাব করেছে তারা। দ্য সান আরও দাবি করেছে, করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকটের কারণে এই অঙ্ক কমে গেছে।

[৪] বার্সার সঙ্গে বর্তমান চুক্তির নবায়ন না হলে মেসি ফ্রি ট্রান্সফারে অন্য কোথাও চলে যাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইতিহাদে দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করতে চায়। পরে তা আরও ১২ মাস বাড়ানো হবে। শেষ দুই মৌসুম ম্যানসিটির অঙ্গ দল নিউইয়র্ক সিটির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলবেন।

[৫] সম্ভাব্য এই প্যাকেজ গ্রহণ করলে সব মিলিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে সিটির সম্পর্ক হবে পাক্কা আট বছরের। যেখানে শেষ তিন বছর ক্লাবগুলোর মালিকানা প্রতিষ্ঠান সিটি ফুটবল গ্রæপের অ্যাম্বাসডেরর দায়িত্বে থাকবেন মেসি।

[৬] বর্তমানে মেসিকে পাওয়ার দৌড়ে ম্যানসিটির সঙ্গে সমান তালে এগিয়ে চলছে পিএসজি। শেষ পর্যন্ত এই দুটি দলের কোনও একটিকেই হয়তো বেছে নেবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়, ভক্তদের ধারণা এমনই। - দ্য সান/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়