সুজন কৈরী: [২] রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়া ও গুলিস্তান পাতাল মাকের্ট এলাকায় অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
[৩] শুক্রবার ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- সফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩৮), ইমন (২৩), সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও আল আমিন (১৯)। তাদের কাছ থেকে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি মাউস, ৬টি ক্যাবল, ৭টি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের সিএম২ডঙ্গল সফটওয়ার, ২০টি মোবাইল ফোন ও নগদ ৬৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছেন, তারা চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সফটওয়ারের মাধ্যমে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরির্বতন করছিলেন।
[৫] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১০।