শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনেট নেতা ম্যাককনেলকে এক হাত নিলেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের জন্যে নতুন কিছু নয়। এবার তার শিকার হলেন নিজদলের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান সিনেটর মিশ ম্যাককনেল। একগুঁয়ে, জঘন্য ও গোমড়ামুখোর মত শব্দগুচ্ছ ব্যবহার করেন ট্রাম্প। সিএনএন

[৩] ট্রাম্প বলেন যদি রিপাবলিকান সিনেটররা থাকেন তাহলে তারা আর বিজয়ী হতে পারবেন না। অথচ ট্রাম্পের পাশে দাঁড়িয়ে এই মিশ ম্যাককনেল অসংখ্যবার তাকে রাজনৈতিক শক্তি যুগিয়েছেন।

[৪] এমনকি ট্রাম্প যখন একতরফা ভোট জালিয়াতির অভিযোগ করছিলেন, তখনও ম্যাককনেল মৌনতা অবলম্বনে সম্মতিসূচক সমর্থন করেছেন। ট্রাম্প ক্যাপিটলে হামলার উস্কানি দিয়ে বক্তব্য রাখলে ম্যাককনেলের মৌনতা ভেঙ্গে যায়।

[৫] ম্যাককনেল ক্যাপিটল হিলের হামলায় ট্রাম্পের নৈতিক দায়িত্ব নিয়ে সমালোচনা করেন। সিনেটে বলেন, ট্রাম্পের ফৌজদারি ও দেওয়ানি মামলার মুখোমুখি হওয়া উচিত।

[৬] তাতেই চটে যান ট্রাম্প। হোয়াইট হাউস থেকে বের হবার এক মাস পর দীর্ঘ এক বিবৃতিতে ট্রাম্প বলেন ম্যাককনেলের রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা, দক্ষতা ও ব্যক্তিত্বের ঘাটতি আছে।

[৭] অভিশংসন থেকে রক্ষা পাওয়ার পর চরম ডান রক্ষণশীল অনেক রিপাবলিকান নেতারা ট্রাম্পের কাছে ধর্ণা দিতে বাধ্য হচ্ছেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থিসহ সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের সঙ্গে বৈঠকও করছেন।  ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সিনেটে মধ্যবর্তী নির্বাচন হবে। সেই নির্বাচনে দলের জন্য ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন তারা।

[৮] কিন্তু ট্রাম্প এও ভোলেননি প্রতিনিধি পরিষদে ১০ জন ও সিনেটে ৭ জন রিপাবলিকান আইনপ্রণেতা তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এদের অবসরে যেতে বা নির্বাচন থেকে সরে দাঁড়াতে ট্রাম্প-সমর্থকদের দাবি জোরালো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়