রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি তার দেশের নাগরিকদের প্রত্যাশাকে উঁচুতে নিয়ে যাননি কারণ কোভিড ভ্যাকসিন কর্মসূচি নিয়ে নিশ্চিত ছিলেন না। আর এখনো কোনো কিছুর প্রতিজ্ঞা করছেন না তবে ঈশ্বরের কৃপায় পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং স্বাভাবিক হতে বছর খানেক সময় লাগবে বলে বাইডেন জানান। সিএনএন
[৩] বাইডেন বলেন এখন থেকে এক বছর পর অনেক কম মানুষকে মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব কমে আসবে। আমার মায়ের ঈশ্বরের কৃপা ও প্রতিবেশীর মঙ্গল কামনা করে বলছি বছর খানেকের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে।
[৪] ওয়াশিংটনে দায়িত্ব নেওয়ার মাস খানেক পর টাউন হলে এসে বাইডেন বললেন ট্রাম্প সম্পর্কে বলতে বলতে আমি ক্লান্ত। ট্রাম্পের গত ৪ বছরের শাসনামল তাকে নিয়ে খবর হলেও আগামী চার বছর যাতে মার্কিন নাগরিকদের নিয়ে খবর হয় আমি সেই চেষ্টাই করব।
[৫] প্রেসিডেন্ট বাইডেন মার্কিন নাগরিকদের এখনো কোভিড পরিস্থিতি সাবধানতার সঙ্গে মোকাবেলার আহবান জানিয়ে বলেন নিশ্চিত না হয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বরং সাবধানে পথ চলতে হবে।