শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ৩২ টি সোনার বারসহ দুই পাচারকারি আটক

যশোর প্রতিনিধি: [২] স্বর্ণের বিস্কুট পাচারের সময় র‌্যাব-৬ খুলনার সদস্যরা সোনার বারসহ দুই চোরালাচানিকে আটক করেছে।

[৩] আটককৃতরা হচ্ছে সদর উপজেলার কুলতিয়্ াগ্রামের শামীম হোসাইন (৪০) ও যশোরের শার্শা উপজেলার দিঘা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হুমায়ন কবীর মিরাজ (২৬)। এঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

[৪] খুলনা লবনচরা সদর কোম্পানী র‌্যাব-৬ এর সিনিয়ির ডিএডি আমিনুর রহমান মল্লিক জানান, রোববার রাত ৩ টায় তারা গোপনে খবর পান যশোর –মাগুরা সড়ক দিয়ে ভারতে সোনা পাচারের জন্য চোরাচালানীরা পরিবহনে যাচ্ছে।

[৫] এ খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-মাগুরা সড়কের যুবউন্নয়ন অধিদপ্তরের সামনে অবস্থান করি। যানবাহন তল্লাসীর জন্য চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ৪ টা ১০ মিনিটের দিকে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৩১০) ঘটনাস্থলে আসামাত্র থামার জন্য সিগন্যাল দেয়া হয়। চালক বাস থামালে বাস থেকে ২ জন যাত্রী কৌশলে নেমে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব ফোর্সের সহায়তায় ওই দুই যাত্রীকে আটক করা হয়।

[৬] আটককৃত দুজনের দেহ তল্লাশি করে শামীম হোসাইনের প্যান্টের কোমর থেকে ১৬ পিচ ও হুমায়ন কবীর মিরাজের প্যান্টের কোমর থেকে ১৬ পিস সোনার বার উদ্ধার করা হয়। বার গুলি কোমরে বিশেষ কায়দায় লুকানো ছিলো।

[৭] উদ্ধারকৃত ৩২ সোনার বারের ওজন ৩১৯ ভরি ১৪ আনা ১ রতি। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ১ শ ২৫ টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারিরা র‌্যাবের কাছে স্বীকার করে স্বর্ণের বিস্কুট গুলি তারা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়