শিরোনাম
◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যান্সার নিরাময়যোগ্য: উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

শাহীন খন্দকার: [২] বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘শিশু ক্যান্সার প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে ক্যান্সার আক্রান্ত ৬০ জন শিশু চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করে।

[৩] বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আান্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস (ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে) উদযাপিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই দিবসটি উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকের মধ্যবর্তীস্থল বটতলা থেকে একটি র‌্যালি বের হয়।

[৪] এর পরে বিএসএমএমইউ’র দ্বিতীয় তলার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

[৫] আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত ৬০ জন শিশু চিকিৎসার মাধ্যমে আরোগ্যলাভ করেছেন। এ থেকেই প্রমাণিত হয় সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যান্সার নিরাময়যোগ্য।

[৬] সারা বিশ্বে প্রায় প্রতি বছর লক্ষাধিক শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশু মৃত্যুর হারে ক্যান্সার একটি বড় প্রভাবক। তবে বর্তমানে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী এই রোগের নিরাময় সম্পূর্ণরূপে সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়