শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১৮ বছর বয়সেই টিকটক তারকার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : মাত্র ১৮ বছর বয়সেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন ড্যাজারিয়া কুইন্ট নয়েস নামের এক টিকটক তারকা। ড্যাজারিয়া কুইন্ট নয়েস সকলের কাছে ‘ডি’ নামেই পরিচিত ছিলেন। আত্মহত্যার আগে সে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, এটা শেষ পোস্ট আমার।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকটক তারকা ‘ডি’র মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে আনেন তার বাবা রহিম আল্লা। তিনি লেখেন, আমার মেয়েকে সবার এত ভালোবাসা দেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনক সে আর আমাদের মধ্যে নেই। মেয়ের মৃত্যুতে ‘ডি’র বাবা ভেঙে পড়েছেন। তবে জানা গেছে, মানসিক অবসাদের জন্যই আত্মহত্যা করেছেন ১৮ বছর বয়সী এ তারকা।

ড্যাজারিয়ার বাবা ‘গো ফান্ড মি’ বলে একটি অ্যাকাউন্ট তৈরি করে মেয়ের মৃত্যুর ঘটনা জানিয়েছেন। লেখেন, গত ৮ ফেব্রুয়ারি সকালে ড্যাজারিয়া আমাদের ছেড়ে চলে যায়। ওকে দেবদূতদের সঙ্গে উড়ে যাওয়ার জন্য ডাকা হয়েছিল। ও আমার ছোট্ট একজন বন্ধু ছিল। আমি ওকে কবর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। ও খুব হাসিখুশি থাকত। আমি যখন বাড়ি ফিরতাম, তখন ও আমায় বাড়ির সামনের রাস্তায় থেকে দেখেই খুশি হয়ে যেত। আমার এখন বারবার মনে হচ্ছে ও যদি ওর মানসিক অবসাদ নিয়ে আমার সঙ্গে একবার কথা বলত। তাহলে হয়তো বা কিছু কারা যেত। আমি তোমার হাত আবারও ধরতে চাই। এখন আমি যখন বাড়ি ফিরবো তখন আমার জন্য অপেক্ষা করার আর কেউ থাকবে না। এখন আমাকে তোমার দেবদূতদের সঙ্গে উড়ে যেতে দিতেই হবে। শুধু জানবে বাবা তোমায় খুব ভালোবাসে।

ড্যাজারিয়া ‘ডি বিউটি আউটলেট’ নামে একটি ব্র্যান্ড লঞ্চ করেছিলেন। আউটলেটটিতে প্রসাধনী থেকে শুরু করে বিভিন্ন ড্রেস বিক্রি শুরু করেছিলেন ‘ডি’। এদিকে প্রিয় তারকা ‘ডি’র মৃত্যুর খবরে অনুরাগীরা শোকাহত। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রাগ-এর বাসিন্দা তিনি। ইউটিউব চ্যানেলে মন্তব্যের ঘরে ভক্তরা বিভিন্নরকম মন্তব্য করছেন। জনপ্রিয় এ টিকটক ব্লগারের অনুগামীর সংখ্যা ১,৪ মিলিয়ন। সূত্র : জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়