বিনোদন ডেস্ক: ভারতের কৃষক আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কৃষক আন্দোলন নিয়ে যা শুরু হয়েছে, তার সমাধান ভারত নিজে করবে।
তার জন্য বিদেশি শক্তির এগিয়ে আসার প্রয়োজন নেই। বলিউড তারকারা যখন ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়েছেন ঠিক সেই মুহূর্তে পাল্টা জবাব দিলেন নাসিরুদ্দিন। সূত্র: কালের কণ্ঠ অনলাইন
নাসিরুদ্দিন শাহ বলেন, কৃষকদের সমর্থন করলে, বলিউড তারকারা কিছু হারিয়ে ফেলতে পারেন, সেই ভয়, আশঙ্কা থেকেই অন্নদাতাদের পাশ থেকে সরে যাচ্ছেন অনেকে।
যখন আপনি আপনার সাত প্রজন্মের জন্য অর্থ গোচ্ছিত করে রেখেছেন, তখন হারানোর এত ভয় কীসে আপনাদের? কৃষক আন্দোলন নিয়ে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়ে যে তারকারা টুইট করেন তাদের পাল্টা জবাব দিয়ে এমন মন্তব্য করেছেন নাসিরুদ্দিন শাহ। বলিউডের বর্ষীয়ান অভিনেতার ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
এদিকে কৃষক আন্দোনের প্রক্ষিতে টুইট করে আক্রমণের মুখে পপ তারকা রিহানা। মার্কিন পপ তারকার পাশাপাশি বছর গ্রেটা থানবার্গও আক্রমণের মুখে।
গ্রেটার পাশাপাশি প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনিও রয়েছেন কৃষকদের পাশে।