শিরোনাম
◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ ◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ মাসে ৫৭ হাজার টন বর্জ্য-মাটি অপসারণ করা হয়েছে: তাপস

মনিরুল ইসলাম: [২] জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৭ টন বর্জ্য-মাটি অপসারণ করেছে। সিটি করপোরেশন ওয়াসার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেয়ার পর এক মাসে ৩টি খাল ও দুটি বক্স কালভার্ট হতে এসব বর্জ্য-মাটি অপসারণ করেছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

[৩] বুধবার রাজধানীর শ্যামপুর খালে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শণকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

[৪] মেয়র তাপস বলেন, ওয়াসার কাছে থেকে আমরা দায়িত্ব নিয়েছি ত্রিশ দিনের মতো হলো। এই সময়ে ৫৭ হাজার মেট্টিক টন বর্জ্য অপসারণ করেছি। আগামী দু'মাসে তা ২ লাখ মেট্টিক টন ছাড়িয়ে যাবে। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চালিয়ে চাচ্ছি।

[৫] মেয়র বলেন, ২ জানুয়ারি থেকে আমরা ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করেছি। এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।আগামী বর্ষা মৌসুমের আগেই সকল খাল পরিস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও পানি প্রবাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।

[৬] তিনি বলেন, শ্যামপুর অনেক বড় খাল, এখানে শাখা-প্রশাখা বেশি। আবর্জনা-ময়লা স্তুপ হয়ে আছে। দীর্ঘ সময়ে এগুলো পরিস্কার করা হয়নি। পানি প্রবাহ বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে নেই। এখানে একটি অংশে পানি উন্নয়ন বোর্ডের খাল রয়েছে। তাদের প্রকল্প চলমান রয়েছে।

[৭] এ সময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়