শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ মাসে ৫৭ হাজার টন বর্জ্য-মাটি অপসারণ করা হয়েছে: তাপস

মনিরুল ইসলাম: [২] জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৭ টন বর্জ্য-মাটি অপসারণ করেছে। সিটি করপোরেশন ওয়াসার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেয়ার পর এক মাসে ৩টি খাল ও দুটি বক্স কালভার্ট হতে এসব বর্জ্য-মাটি অপসারণ করেছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

[৩] বুধবার রাজধানীর শ্যামপুর খালে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শণকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

[৪] মেয়র তাপস বলেন, ওয়াসার কাছে থেকে আমরা দায়িত্ব নিয়েছি ত্রিশ দিনের মতো হলো। এই সময়ে ৫৭ হাজার মেট্টিক টন বর্জ্য অপসারণ করেছি। আগামী দু'মাসে তা ২ লাখ মেট্টিক টন ছাড়িয়ে যাবে। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চালিয়ে চাচ্ছি।

[৫] মেয়র বলেন, ২ জানুয়ারি থেকে আমরা ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করেছি। এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।আগামী বর্ষা মৌসুমের আগেই সকল খাল পরিস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও পানি প্রবাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।

[৬] তিনি বলেন, শ্যামপুর অনেক বড় খাল, এখানে শাখা-প্রশাখা বেশি। আবর্জনা-ময়লা স্তুপ হয়ে আছে। দীর্ঘ সময়ে এগুলো পরিস্কার করা হয়নি। পানি প্রবাহ বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে নেই। এখানে একটি অংশে পানি উন্নয়ন বোর্ডের খাল রয়েছে। তাদের প্রকল্প চলমান রয়েছে।

[৭] এ সময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়