শিরোনাম
◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির ◈ ওসমান হাদি ইস্যুতে 'সর্বদলীয় প্রতিবাদ সভা'য় বিএনপি ছিল না কেন ◈ গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি ◈ রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স ◈ বিগ ব্যাশের অভিষেক ম‌্যা‌চেই দুর্দান্ত রিশাদ হো‌সেন, ‌বো‌লিং‌য়ে রান দেয়ায় কৃপণতা ◈ কয়লা ধুলে ময়লা যায় না, আ. লীগের ক্ষেত্রে তাই হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ একই দিনে নির্বাচন ও গণভোট, ভোটের গুরুত্ব তুলে ধরলেন ইউনূস (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ মাসে ৫৭ হাজার টন বর্জ্য-মাটি অপসারণ করা হয়েছে: তাপস

মনিরুল ইসলাম: [২] জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৭ টন বর্জ্য-মাটি অপসারণ করেছে। সিটি করপোরেশন ওয়াসার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেয়ার পর এক মাসে ৩টি খাল ও দুটি বক্স কালভার্ট হতে এসব বর্জ্য-মাটি অপসারণ করেছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

[৩] বুধবার রাজধানীর শ্যামপুর খালে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শণকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

[৪] মেয়র তাপস বলেন, ওয়াসার কাছে থেকে আমরা দায়িত্ব নিয়েছি ত্রিশ দিনের মতো হলো। এই সময়ে ৫৭ হাজার মেট্টিক টন বর্জ্য অপসারণ করেছি। আগামী দু'মাসে তা ২ লাখ মেট্টিক টন ছাড়িয়ে যাবে। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চালিয়ে চাচ্ছি।

[৫] মেয়র বলেন, ২ জানুয়ারি থেকে আমরা ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করেছি। এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।আগামী বর্ষা মৌসুমের আগেই সকল খাল পরিস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও পানি প্রবাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।

[৬] তিনি বলেন, শ্যামপুর অনেক বড় খাল, এখানে শাখা-প্রশাখা বেশি। আবর্জনা-ময়লা স্তুপ হয়ে আছে। দীর্ঘ সময়ে এগুলো পরিস্কার করা হয়নি। পানি প্রবাহ বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে নেই। এখানে একটি অংশে পানি উন্নয়ন বোর্ডের খাল রয়েছে। তাদের প্রকল্প চলমান রয়েছে।

[৭] এ সময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়