আমিনুল ইসলাম : আল- জাজিরার রিপোর্ট দেখলাম। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দিনই কেন বাংলাদেশ এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে রিপোর্ট করতে হবে? রিপোর্টে পরিস্কার, হ্যাঁ পরিষ্কার শুনতে পেলাম সেনাবাহিনীর প্রধানের ভাই তার দোভাষীকে দিয়ে বলিয়েছে-‘রাষ্ট্র চালাচ্ছে আমার ভাই। প্রধানমন্ত্রী সবকিছু তার কাছেই ছেড়ে দিয়েছে। ‘বিদেশিদের সঙ্গে ব্যবসা করার জন্য আর কতো?
আপনাদের আসলে কতো টাকা দরকার? এসব লোকজন এতো টাকা দিয়ে আসলে করে কী? আপনারা কী টাকা দিয়ে খান, ঘুমান, গোসল করেন? সতর্ক হন। ‘ভাই’, ‘ছবি তোলা’ আর ‘সহমতদের নিয়ে রাষ্ট্র চালাচ্ছেন। বিপদ আসলে তাদের কাউকে ধারে কাছেও পাবে না। আর আমরা যারা ভালোর জন্য দিনের পর দিন নানা মতামত দিয়ে যাচ্ছি, সমালোচনা করছি, তারা হয়ে যাচ্ছি দেশের শত্রু।
আপনারা এসে যদি বলেন, রাষ্ট্রদূতের পদ দেবেন। তাও তো নেবো না। আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। স্রেফ দেশটাকে ভালোবাসি। এখনও সময় আছে সতর্ক হন। ফেসবুক থেকে