শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হককে মাহফিলে আসতে বাধা দেওয়ার অভিযোগ, মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

এএইচ রাফি: ওয়াজ মাহফিলে আসতে আল্লামা মামুনুল হককে বাঁধা দেওয়ার খবরে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ করেছে৷ মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর এলাকার কাউতুলী মোড়ে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ বিভিন্ন উলামায়ে কেরাম বক্তব্য রাখার কথা ছিল। হেফাজত ইসলামের যুগ্ন-মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক ভৈরবে একটি ওয়াজ মাহফিল শেষে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের সেই মাহফিলে উপস্থিত হতে রওয়ানা দেয়।

রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মাদরাসার ছাত্রদের কাছে তথ্য আসে, আল্লামা মামুনুল হককে আসতে সড়কে বাঁধা দেওয়া হচ্ছে। এই খবরে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে। ভাদুঘর থেকে মাদ্রাসার ছাত্ররা মিছিল করে এসে কাউতুলী মোড়ে মহাসড়কে বিক্ষোভ করে। এসময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দেয় তারা। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, 'আল্লামা মামুনুল হককে আসতে বাঁধা দেওয়া হয়েছে, এমন গুজব ছড়ানো হয়েছিল। এতে মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করে। মামুনুল হককে কোন প্রকার বাঁধা প্রদান করা হয়নি। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আস্তে রওয়ানা দিয়েছেন'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়