শরীফ শাওন: [২] জিনস ম্যানুফেকচারিং গার্মেন্ট শ্রমিকরা রোববার সকালে এ বিক্ষোভ করেন। সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১ সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করেন।
[৩] শ্রমিকরা জানান, ৪ মাসের বেতন বকেয়া রেখে বিনা নোটিশে কারখানা সাভারে স্থানান্তর করা হচ্ছে।
[৪] দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। চেষ্টা চালানো হচ্ছে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।