শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা অভিযান

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমে বিআইডব্লিউটিএ। টানা দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানে পাকা ভবনসহ প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

[৩] সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বিআইডব্লিউটিএ। অভিযান পরিচালনাকালে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা পাকা ভবনসহ ছোট বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

[৪] বিআইডব্লিউটিএ’র নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল পরিমাণ পুলিশ এবং বিআইডব্লিউটিএ’র নিরাপত্তা বাহিনী পরিচালনা করেন এই অভিযান। এর আগে গত রোববারও অনুরূপ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সেদিনও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুই দিনের অভিযানে উচ্ছেদ করা হয় মেঘনা তীর দখল করে গড়ে তোলা প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা।

[৫] বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকতা শহিদ উল্লাহ্ জানান, ‘বারবার নিষেজ্ঞার পরও নদী দখল-দূষণ থামছিল না। নদী রক্ষায় বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে গত রোববার থেকে দুই দিনব্যাপী অভিযান চালানো হয়। টানা দু’দিনের অভিযানে অন্তত ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরে পায়ে হাঁটার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেয়া হবে।’ সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়