শিরোনাম
◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা অভিযান

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমে বিআইডব্লিউটিএ। টানা দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানে পাকা ভবনসহ প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

[৩] সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বিআইডব্লিউটিএ। অভিযান পরিচালনাকালে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা পাকা ভবনসহ ছোট বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

[৪] বিআইডব্লিউটিএ’র নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল পরিমাণ পুলিশ এবং বিআইডব্লিউটিএ’র নিরাপত্তা বাহিনী পরিচালনা করেন এই অভিযান। এর আগে গত রোববারও অনুরূপ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সেদিনও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দুই দিনের অভিযানে উচ্ছেদ করা হয় মেঘনা তীর দখল করে গড়ে তোলা প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা।

[৫] বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকতা শহিদ উল্লাহ্ জানান, ‘বারবার নিষেজ্ঞার পরও নদী দখল-দূষণ থামছিল না। নদী রক্ষায় বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে গত রোববার থেকে দুই দিনব্যাপী অভিযান চালানো হয়। টানা দু’দিনের অভিযানে অন্তত ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরে পায়ে হাঁটার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেয়া হবে।’ সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়