নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আটজন জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাতে র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের গোলাম বাজার রোড আখার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে আটক করে। আটকরা হলেন- সুজন কবিরাজ (৪০), আনোয়ার হোসেন (৩৭), বাপ্পি (২৮), আনোয়ার হোসেন (৫০), সুরুজ (৫০), মোকলেছ হাওলাদার (৪৫), জয়নাল সরকার (৪৫) ও আবু সাহেদ (৬০)। তাদের কাছ থেকে একটি বেডশিট, চার সেট জুয়া খেলার কার্ড (তাস), সাতটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটকরা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।