রংপুর প্রতিনিধি: [২] সোমবার (২৫ জানুয়ারি) ভোরে রংপুর লালবাগ কেডিসি রোড কুঞ্জ ছাত্রী নিবাস থেকে সোনালী রায় (২৩) নামের শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
[৩] ওই ছাত্রী নিবাসের কয়েকজন ছাত্রী সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে কেউই তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি।
[৪] তবে ওই ছাত্রীনিবাসের মালিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
[৫] একাধিক এলাকাবাসী জানান, আপাতত কলেজ বন্ধ। তারপরেও কেন ছাত্রী নিবাসে এ ছাত্রী অবস্থান করেছে তা কারও বোধগম্য হচ্ছে না।
[৬] সোনালী রায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার সুভাষ চন্দ্রের মেয়ে। তিনি কারমাইকেল কলেজে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।
[৭] তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্পাদনা: জেরিন