শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীতে বিশ্বকাপ কাপ খেলতে কোনো সমস্যা চাই না: পাপান

রাহুল রাজ : [২] ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আটে থাকতে হবে বাংলাদেশকে। নয়তো খেলতে হবে বাছাই পর্ব। এজন্য আগামী দুই বছর প্রতিটি ওয়ানডে ম্যাচই (সুপার লিগের অন্তর্ভূক্ত) গুরুত্বপূর্ণ।

[৩] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের সুপার লিগের যাত্রা শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ২০ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে জিতে আরও ১০ পয়েন্ট পেতে মুখিয়ে বাংলাদেশ। ২৪ জানুয়ারি, রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, প্রতিটি ম্যাচই এখন জয়ের জন্য খেলতে হবে। নয়তো বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের থেকে পিছিয়ে পড়তে হবে।

[৪] বিসিবি সভাপতি বলেন, ‘ওয়ানডে সুপার লিগ শুরু হলো। আমরা ২ ম্যাচ জিতে ২০ পয়েন্ট পেয়েছি। সামনে আমাদের প্রচুর ম্যাচ। একেকটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচ সহজ করে দেখার সুযোগ নেই। এজন্য প্রথম থেকে প্রত্যেকটা ম্যাচ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ’

[৫] ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ মোট আটটি সিরিজ খেলবে। চারটি হোমে ও চারটি অ্যাওয়েতে। প্রত্যেক সিরিজে রয়েছে কমপক্ষে তিনটি ওয়ানডে। আয়োজক ও সফরকারী দেশ চাইলে ম্যাচের সংখ্যা বাড়াতে পারে। কিন্তু সেগুলো বিশ্বকাপ সুপার লিগের খেলা হিসেবে আসবে না। প্রত্যেক সিরিজে থাকবে ৩০ পয়েন্ট। প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পÐ হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল। এভাবে পয়েন্ট প্রক্রিয়ায় এগিয়ে যাবে বিশ্বকাপ সুপার লিগ।

[৬] দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের পর দুই বছরে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ হবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে। দেশের মাটিতে বাংলাদেশ ফেবারিট হলেও দেশের বাইরে বাংলাদেশের পারফরম্যান্স গড়পড়তা তা মনে করিয়ে সতর্ক করলেন বিসিবি সভাপতি।

[৭] পাপন আরো বলেন, ‘আমাদের সব শক্তিশালী দলের সঙ্গে বাইরে খেলা। আমরা ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ; সবাইকে কিন্তু ওয়ানডে সিরিজ হারিয়েছি। কিন্তু দেশের বাইরে ম্যাচ জিতেছি কিন্তু সিরিজ জিতেছি কম। সেদিক থেকে চিন্তা করলে এখন প্রত্যেকটা খেলা গুরুত্বপূর্ণ। আমাদেরকে খুব মনোযোগী থাকতে হবে এবং জিততেই হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়