স্পোর্টস ডেস্ক: [২] দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হলো না আর্সেনালের। সাউথ্যাম্পটনের কাছে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন তারা।
[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার গাব্রিয়েলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হারে কোচ মিকেল আর্তেতার দল। গত অগাস্টে চেলসিকে হারিয়ে শিরোপা জেতা আর্সেনাল সব প্রতিযোগিতা মিলে ৫০৮ মিনিট পর গোল হজম করল। হারের তেতো স্বাদ পেল ছয় ম্যাচ পর।
[৪] সাউথ্যাম্পটন এগিয়ে যায় ম্যাচের ২৪তম মিনিটে। কাইল ওয়াকার-পিটার্সের নিচু ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েলের বাড়ানো পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষক বার্নড লেনোকে ফাঁকি দেয়। স্বাগতিক স্ট্রাইকার ড্যানি ইঙ্গস বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারলে আর্সেনালের হারের ব্যবধান বাড়ত। দ্বিতীয়ার্ধে সফরকারীরা কিছুটা চাপ বাড়ালেও সফলতা পায়নি। শেষ ষোলোয় সাউথ্যাম্পটেনর প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। - বিডিনিউজ / দ্য সান