শিরোনাম
◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’ ◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নবসৃষ্ট আনসার গার্ড ব্যাটালিয়নের নবনির্মিত সদর দপ্তর উদ্বোধন

সুজন কৈরী : মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কূটনীতিকদের নিরাপত্তা গঠিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরের উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাজধানীর ভাটারায় নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এর আগে আনসার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
এ সময় মহাপরিচালক আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রের ভিআইপি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চেইন অব কমান্ড অনুসরণসহ সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশন্স), মো. মাহবুব-উল-ইসলাম, আনসার ও ভিডিপি’র ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক পবিত্র কুমার সাহা আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান। এছাড়াও বাহিনীর সদর দপ্তর এবং ঢাকা রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চৌকষ ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে আনসার গার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। নবসৃষ্ঠ এই গার্ড ব্যাটালিয়নের সদস্যরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তথা রাষ্ট্রের ভিআইপি, কূটনীতিক এবং কূটনৈতিক জোনের নিরাপত্তা রক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।

আনসার ও ভিডিপি’র উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়