শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নবসৃষ্ট আনসার গার্ড ব্যাটালিয়নের নবনির্মিত সদর দপ্তর উদ্বোধন

সুজন কৈরী : মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কূটনীতিকদের নিরাপত্তা গঠিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরের উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাজধানীর ভাটারায় নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এর আগে আনসার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
এ সময় মহাপরিচালক আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রের ভিআইপি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চেইন অব কমান্ড অনুসরণসহ সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশন্স), মো. মাহবুব-উল-ইসলাম, আনসার ও ভিডিপি’র ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক পবিত্র কুমার সাহা আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান। এছাড়াও বাহিনীর সদর দপ্তর এবং ঢাকা রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চৌকষ ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে আনসার গার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। নবসৃষ্ঠ এই গার্ড ব্যাটালিয়নের সদস্যরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তথা রাষ্ট্রের ভিআইপি, কূটনীতিক এবং কূটনৈতিক জোনের নিরাপত্তা রক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।

আনসার ও ভিডিপি’র উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়