শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ১৩তম মৃত্যু বার্ষিকী পালন

শাহানুজ্জামান টিটু: [২] মায়ের তেরোতম মৃত্যুবার্ষিকী পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেছেন। সোমবার গুলশান চেয়ারপার্সন অফিসে দোয়া পড়ানো হয়েছে।

[৩] ২০০৮ সালের এই দিনে তা মাতা তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন। দিনাজপুর জেলার জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

[৪] মায়ের মৃত্যুকালে বেগম খালেদা জিয়াসহ তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সেনাসমর্থিত জরুরি সরকারের কারাগারে বন্দি ছিলেন।

[৫] প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।

[৬] মহানগরীরর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত জানাজা নামাজে শরিক হন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি (তখনকার সিনিয়র যুগ্ম মহা-সচিব) ও তার ছোটভাই আরাফাত রহমান কোকো। কোকো ইন্তেকাল করেন ২০১৫ সালে ২৪ জানুয়ারি মালয়েশিয়া। তার স্ত্রী সন্তান বর্তমানে লন্ডনে আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে।

[৭] ১৯২১ সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন তৈয়বা মজুমদার। মরহুমা তৈয়বা মজুমদারের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, দ্বিতীয় মেয়ে চারদলীয় জোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক ২০০৭ সালে ইন্তেকাল করেন। বড় মেয়ে সেলিমা ইসলাম ঢাকায় বসবাস করছেন।

[৮] দুই ছেলের মধ্যে বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সাইদ এস্কান্দার সাবেক সাংসদ ও ছোট ছেলে শামীম এস্কান্দার। সাঈদ এস্কান্দারও ইন্তেকাল করেছেন ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে।

[৯] চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জিয়া নিজ বাসায় দোয়াদরুদের মাধ্যমে মৃত্যুবাষির্কী পালন করেন। সাদামাটাভাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়