শিরোনাম
◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৌরসভা নির্বাচন: এবার গাইবান্ধায় ব্যালট যাচ্ছে দেরিতে

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা পৌরসভা নির্বাচনে এবার ভোটের আগেরদিন ব্যালট যাচ্ছে না ভোটকেন্দ্রে। ব্যালট পেপার ছাড়া অন্যসব নির্বাচনী সামগ্রী বিতরণ করা হলেও শনিবার (১৬ জানুয়ারি) ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে গাইবান্ধা পৌরসভার ৩১টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনেও নয়টি কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানো হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, আগামীকাল ভোর ৬টায় কঠোর নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। সেই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের জন্য আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যদের কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

গাইবান্ধা পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্রসহ মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামীলীগের বর্তমান মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন (নৌকা), মতলুবর রহমান (নারিকেল গাছ), বিএনপির মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ), স্বতন্ত্র মো.আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন), মো. শামছুল আলম (মোবাইল ফোন), মো. আহসানুল করিম (চামুচ), মো. মির্জা হাসান (জগ) এবং ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড)। এ পৌরসভায় কাউন্সিলর পদে ৪১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভা মোট ভোটার ৫১ হাজার ৩শ’ ৮৭ জন।

অন্যদিকে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাত জন প্রার্থী লড়াই করছেন।

তারা হলেন- আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপির মশিউর রহমান সবুজ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুর রশিদ ডাবলু (লাঙ্গল), এনডিপির আহসান হাবীব মাসুদ (সিংহ), স্বতন্ত্র খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), স্বতন্ত্র দেবাশীষ কুমার সাহা (মোবাইল), স্বতন্ত্র আল শাহাদাত জিকো (জগ)। এ পৌরসভায় সংরক্ষিত মহিলা ১১ জনসহ কাউন্সিলর পদে ৩৩ জন নির্বাচন করছেন। পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৭১ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়