শিরোনাম
◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:৩১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন সংক্ষিপ্ত হবে

মনিরুল ইসলাম : [২] করোনা ভাইরাসের সংক্রমণের কারণে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন (শীতকালীন) সংক্ষিপ্ত হবে । আগামী সোমবার (১৮ জানুয়ারি) শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। বিকাল ৪টা ৩০ মিনিটে বসবে এই অধিবেশন। ১০ থেকে ১৫ কার্যদিবস অধিবেলন চলবে বলে জানা গেছে।

[৩] সংসদ সচিবালয় আইন শাখা সূতও জানায়, এ অধিবেশনেও স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন।সংসদের রেওয়াজ অনুযায়ী প্রতি বছরের মতো ওই দিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের কার্যক্রম তুলে ধরে ভাষণ দেবেন। এর পর রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের আলোচনা অনুষ্ঠিত হবে।সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। বছরের প্রথম এই অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস চলে। গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় সংসদের এ অধিবেশন আহŸান করেছেন।

[৪] গত বাজেট অধিবেশন এবং মুজিববর্ষের বিশেষ অধিবেশনের মত এবারের শীতকালীন অধিবেশনেও সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করে কোািভড-১৯ রিপোর্ট নেগেটিভ আসবে তারাই অংশ নিবেন। অধিবেশন শুরুর দুই দিন আগে সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানো হবে। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ থাকায় ওই দিন সকল সংসদ সদস্য অধিবেশনে অংশ নিতে পারবেন।
[৫] রোষ্টার অনুযায়ী প্রতিদিন ৭০/৮০ জনের উপস্থিতির টার্গেট নিয়ে সর্বোচ্চ ৯০ জন সংসদ সদস্যকে অধিবেশনে অংশ নিবেন বলে জানান সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

[৬] তিনি বলেন, করোনার দ্বিতীয় ওয়েভের কারণে এই সর্তকতা নেওয়া হয়েছে।

[৭] এবারও সংসদের অধিবেশন কাভার করতে সাংবাদিকরা একদিন সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। শুধু প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ ভবনে যাওয়ার অনুমতি পাবেন সাংবাদিকরা। এর জন্য প্রত্যেক মিডিয়া থেকে একজন রিপোর্টারকে অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা করতে বলা হয়েছে। সংসদের এই শীতকালীন অধিবেশনও সংসদ টেলিভিশনে সরাসরি স¤প্রচার থেকে কাভার করতে হবে।

[৮] জানা গেছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে যে ভাষণ দিবেন তাতে ১০টি বিষয় গুরুত্ব পাবে। তার উল্লেখ্য যোগ্য হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও এজন্য গৃহীত কর্মসূচি। প্রশাসনিক নীতি-কৌশল উন্নয়ন দর্শন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য। রূপকল্প-২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচি এবং রূপকল্প-২০৪১ প্রণয়ন। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি।

[৯] উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশন গত ৮ নভেম্বর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এ অধিবেশন চলেছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়