ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ জার্নাল
বুধবার দুপুরে মওদুদ আহমদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, মওদুদ আহমদ সাহেব আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।
এর আগে গত ৭ জানুয়ারি প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে মওদুদ আহমদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মওদুদের দেহে এই যন্ত্র বসানো হয়।
গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।