কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: [২] গাজীপুরের কালীগঞ্জে ৯০ জন কৃষক পেলো রাসায়নিক সার। সোমবার (১১ জানুয়ারি) সকালে পৌর এলাকার ১নং ওয়ার্ডের দুর্বাটি, বাঙ্গাল হাওলা গ্রামের ৫০ একর জমির জন্য ৯০ জন কৃষকের মাঝে এ সার বিতরণ করা হয়।
[৩] রবি/২০২০-২০২১ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সার বিতরণ করা হয়।
[৪] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।