তন্ময় আলমগীর: [২] জেলার হোসেনপুর উপজেলার সাহেদল মধ্যপাড়ায় '৫ টাকার হাসপাতাল' নামে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, ওষুধ ও সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে।
[৩] রোববার উপজেলার সাহেদল মধ্যপাড়া গ্রামের জসিম উদ্দীন মাস্টার বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
[৪] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শওকত হেনা ফাউন্ডেশন এই বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।
[৫] মানবিকতায় কিশোরগঞ্জ ও এলাকাবাসীর সহযোগিতায় ক্যাম্পে চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ডা. আতিক সিকান্দার, আরিফ আহামেদ জনি, শাহরিয়ার নাজিম, সাবরিনা সুলতানা, ইফফাত পরাগ, এ জি এম রায়হান ও শফিউল আলম নামের মোট ৭ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
[৬] শওকত হেনা ফাউন্ডেশনের কর্ণধার শওকত আলীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর ডি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূরুল আলম ভূইয়া।
[৭] অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক মিজান কর্মকর্তা সিকান্দর রুশো।