আইরিন সুলতানা: [২] যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা সত্ত্বেও নিজেকে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষাতে অদক্ষ এবং অশিক্ষিত দাবি করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আনন্দবাজার
[৩] স্বস্তিকার ছবি, চমৎকার অভিনয় দেখে মনে হয় তিন ভাষাতেই যথেষ্ট দখল রয়েছে তার। হঠাৎ এমন কি ঘটল সবার মনে এই প্রশ্ন? আমরা জানি সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের নায়িকাদের ট্রলের শিকার হতে হয় প্রায়ই, তাই তিনি ট্রলের উত্তরে দুটি বাক্যই উদাহরণ হিসেবে দিয়েছেন।
[৪]’টুম্পা’ খ্যাত অভিনেতা সায়ন ঘোষ এবং রেডিয়ো জকি, অভিনেতা ও কমেডিয়ান মীর আফসার আলির ছবি নিচে কমেন্ট করেছিলেন এবং তিনি সায়ন ঘোষের বড় ফ্যান। ’টুম্পা’ গানটি তার জীবনের মন্ত্র। মন্ত্রের বানান ও উচ্চারণ নিয়ে এক নেটাগরিক প্রশ্ন তোলেন- ’মন্ত্র’-এর জায়গায় মান্ত্রা কেন লিখবেন? তিনি মনে করেন স্বস্তিকা অবাঙালি হওয়ার চেষ্টা করছেন।
[৫] সেই কথোপকথোনের কারণেই ট্রলের শিকার হন স্বস্তিকা। ট্রলের উত্তর বরাবরই দিয়ে থাকেন, এবারও তাই করলেন। বলেছেন, আমাকে আপনারা মানিয়ে নিন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল