শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলেন সিনেমার নায়িকা হতে, হলেন দলবদ্ধ ধর্ষণের শিকার

ডেস্ক রিপোর্ট: ‘জয়িতা’, ছদ্মনামধারী এই তরুণী হতে চেয়েছিলেন অভিনেত্রী। বলা যেতে পারে সিনেমার নায়িকা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তৈরির লক্ষ্যে ভারতের গুজরাট থেকে মুম্বাইয়ে আসেন তিনি। ওঠেন এক আত্মীয়ের বাড়িতে। সেখানে পুনিত শুক্লা নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয়ই কাল হয় জয়িতার।

পরিচয়ের পর পুনিত মডেল হওয়ার প্রস্তাব দেন জয়িতাকে। গত মঙ্গলবার তাকে ডেকে আনেন নিজের বাড়িতে। সেখানে গল্প-আড্ডায় মেতে ওঠেন। পরে সেখানে আসেন পুনিতের আরও কজন বন্ধু। সবাই মিলে জয়িতাকে ধর্ষণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়, ১৯ বছর বয়সী জয়িতাকে প্রথমে গণধর্ষণ এবং পরে মারধর করা। বিষয়টি কাউকে জানালে জয়িতার নগ্ন ছবি ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

জয়িতা জানান, তিন বন্ধুকে নিয়ে তাকে ধর্ষণ করেন পুনিত। তার যৌনাঙ্গে আঘাত করা হয়। তার পায়ুপথেও আঘাত করা হয়। পরে কোনোরকম পালিয়ে এসে ওয়াগলে স্টেট থানায় পুনিত ও তার তিন বন্ধুর বিরুদ্ধে মামলা করেন জয়িতা। এর পরপরই পুনিত ও তার দুই বন্ধু রবি জয়সওয়াল এবং অরবিন্দ প্রজাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। চতুর্থ জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

ওয়াগলে স্টেট থানার দায়িত্বরত কর্মকর্তা মিড-ডে’কে জানায়, সিনেমায় নায়িকা হতে এসে জয়িতা ধর্ষণের শিকার হন। তাকে গণধর্ষণ করা হয়েছে। চার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক। জয়িতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়