শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলেন সিনেমার নায়িকা হতে, হলেন দলবদ্ধ ধর্ষণের শিকার

ডেস্ক রিপোর্ট: ‘জয়িতা’, ছদ্মনামধারী এই তরুণী হতে চেয়েছিলেন অভিনেত্রী। বলা যেতে পারে সিনেমার নায়িকা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তৈরির লক্ষ্যে ভারতের গুজরাট থেকে মুম্বাইয়ে আসেন তিনি। ওঠেন এক আত্মীয়ের বাড়িতে। সেখানে পুনিত শুক্লা নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয়ই কাল হয় জয়িতার।

পরিচয়ের পর পুনিত মডেল হওয়ার প্রস্তাব দেন জয়িতাকে। গত মঙ্গলবার তাকে ডেকে আনেন নিজের বাড়িতে। সেখানে গল্প-আড্ডায় মেতে ওঠেন। পরে সেখানে আসেন পুনিতের আরও কজন বন্ধু। সবাই মিলে জয়িতাকে ধর্ষণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়, ১৯ বছর বয়সী জয়িতাকে প্রথমে গণধর্ষণ এবং পরে মারধর করা। বিষয়টি কাউকে জানালে জয়িতার নগ্ন ছবি ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

জয়িতা জানান, তিন বন্ধুকে নিয়ে তাকে ধর্ষণ করেন পুনিত। তার যৌনাঙ্গে আঘাত করা হয়। তার পায়ুপথেও আঘাত করা হয়। পরে কোনোরকম পালিয়ে এসে ওয়াগলে স্টেট থানায় পুনিত ও তার তিন বন্ধুর বিরুদ্ধে মামলা করেন জয়িতা। এর পরপরই পুনিত ও তার দুই বন্ধু রবি জয়সওয়াল এবং অরবিন্দ প্রজাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। চতুর্থ জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

ওয়াগলে স্টেট থানার দায়িত্বরত কর্মকর্তা মিড-ডে’কে জানায়, সিনেমায় নায়িকা হতে এসে জয়িতা ধর্ষণের শিকার হন। তাকে গণধর্ষণ করা হয়েছে। চার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক। জয়িতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়