শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। কিন্তু জাতীয় দলে খেলছেন বর্তমান সময়ে এরকম ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা কিউই পেসার কাইল জেমিসন। উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।

[৩] ইরফান ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন না হলেও উচ্চতার সৌজন্যে পাওয়া বাড়তি বাউন্স আর দুর্দান্ত লাইন-লেংথ, সব মিলিয়ে কাইল জেমিসন যেন ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন! শেষ টেস্টে দুর্দান্ত বোলিংয়ে শে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ১১ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন।

[৪] ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। দেখার ছিল, পাকিস্তান লড়াই কতটা করতে পারে। কিন্তু জেমিসনের জবাব খুঁজে পায়নি তারা।

[৫] নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে দিনের প্রথম উইকেট এনে দেন ট্রেন্ট বোল্ট। জেমিসন দিনের শিকার শুরু করেন আবিদ আলিকে ফিরিয়ে। অতিরিক্ত ফিল্ডার উইল ইয়াং পয়েন্টে নেন দুর্দান্ত ডাইভিং ক্যাচ।

[৬] প্রথম সেশনে ৩০ ওভার ব্যাট করে পাকিস্তান ৬১ রান তুলতে পারে ওই দুটি উইকেটই হারিয়ে। পরের সেশনে জেমিসন তুলে নেন একের পর এক উইকেট। বাড়তি বাউন্সে বিদায় নেন হারিস সোহেল। খানিকটা প্রতিরোধ গড়া আজহার আলিকে (৩৭) জেমিসন ফেরান রাউন্ড দা উইকেটে এসে শরীর তাক করা বাউন্সারে।

[৭] তার পরের শিকার পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সিরিজের আগের তিন ম্যাচে ফিফটি করা ব্যাটসম্যানকে ইনসুইঙ্গারে বোল্ড করে জেমিসন পূর্ণ করেন ৫ উইকেট। পরে তার ষষ্ঠ শিকার ফাহিম আশরাফ (২৮)।

[৮] জেমিসনের উইকেট উৎসবের ফাঁকে বোল্টের বলে খোঁচা দিয়ে বিদায় নেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম।

[৯] অভিষিক্ত জাফর গোহার তার ব্যাটিং সামর্থ্যের প্রমাণ আবার রাখেন লোয়ার অর্ডারে। দ্বিতীয় নতুন বলে তাকে ৩৭ রানে ফিরিয়ে ম্যাচ শেষ করে দেন বোল্ট।

[১০] জেমিসনের শিকার ৪৮ রানে ৬ উইকেট। প্রথম ইনিংসে তিনি ৫ উইকেট নিয়েছিলেন ৬৯ রানে। ৬ টেস্টেই চারবার ৫ উইকেট ও প্রথমবার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেয়ে গেলেন এই পেসার।

[১১] উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির পরও ম্যাচের সেরা কাইল জেমিসন। ম্যাচে তার প্রাপ্তি ১১৭ রানে ১১ উইকেট। কিউইদের ইতিহাসে তার চেয়ে ভালো বোলিং ফিগার আছে পেসারদের মধ্যে কেবল স্যার রিচার্ড হ্যাডলির। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়