তন্ময় আলমগীর: [২] জেলার কুলিয়ারচরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব রুটের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটেছে।
[৩] কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জয়নাল মিয়া জানান, জামালপুর জেলার দুর্মুর এলাকা থেকে স্লিপার ও পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন চট্টগ্রামের ইমামবাড়ি যাচ্ছিল। কুলিয়ার উপজেলার ছয়সূতি স্টেশনের অদূরে মধুয়ারচর এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
[৪] খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার জয়নাল মিয়া। সম্পাদনা: জেরিন আহমেদ