শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলু ও পেঁয়াজের পাশাপাশি কাঁচামরিচের দামও কমেছে, ব্যবসায়ীরা বলছেন আরো দাম কমবে

লাইজুল ইসলাম: [২] শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, নিউমার্কেট ও পলাশী বাজার ঘুরে দেখা গেছে শীত মৌসুমের সবজিতে ভরপুর কাঁচা সবজির দোকানগুলো। সব পন্য গত সপ্তাহের মত কম দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কাঁচা পন্যের দাম কিছুটা বেশি।

[৩] প্রতিকেজি গাজর ৪০-৫০, সিম ২০-৩০, বরবটি ৫০-৬০, টমেটো ৮০, কাঁচা টমেটো ৩০, ধনিয়া পাতা ৪০-৫০, কাঁচা মরিচ ৪০, শসা ২০-৩০, পটল ৩০, ঢেরস ৩০, বেগুন ২০, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া সাইজভেদে ২৫-৫০, কচুর লতি ৪০-৫০, চিচিংগা ৪০, ধুন্দল ৪০-৫০, ঝিঙা ৪০-৫০, করলা ৪০-৫০, উস্তা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

[৪] প্রতিপিস বাঁধা ও ফুলকপি বিক্রি হচ্ছে ২০-৩০, কলা প্রতিহালি ১৫-২০, জালি কুমড়া প্রতিপিস ৩০-৩৫, লাউ ২০-৩০ টাকায়। আলু কারওয়ান বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য বাজারে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে আলু।

[৫] বাজারে প্রতিআঁটি লাল শাক বিক্রি হচ্ছে ১০, পালং শাক ২০, ডাটা শাক ১৫, মুলা শাক ১০, কলমি শাক ১০, লাউ ও কুমড়ার শাক ৩০ টাকায়।

[৬] দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০, আমদানিকৃত মিশরের পেঁয়াজ ৩০ টাকা, চায়না পেঁয়াজ ৩০ টাকায়। আর গাছসহ দেশি নতুন পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

[৭] মাংস ও ডিমের গত সপ্তাহের মত। মাছের দাম গত সপ্তাহে বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে আর কমেনি। প্রতিকেজি শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ২৫০-৫০০, রুই (আকারভেদে) মাছ ১২০-৩৫০, মৃগেল ২০০-২৫০, পাঙাস ১২০-১৫০ টাকা, কাতল ১৭০-২৮০, তেলাপিয়া ১১০-১৫০, সিলভার কাপ ১০০-১৫০, কৈ মাছ (আকারভেদে) ১৮০-২৫০ টাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়