শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলু ও পেঁয়াজের পাশাপাশি কাঁচামরিচের দামও কমেছে, ব্যবসায়ীরা বলছেন আরো দাম কমবে

লাইজুল ইসলাম: [২] শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, নিউমার্কেট ও পলাশী বাজার ঘুরে দেখা গেছে শীত মৌসুমের সবজিতে ভরপুর কাঁচা সবজির দোকানগুলো। সব পন্য গত সপ্তাহের মত কম দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কাঁচা পন্যের দাম কিছুটা বেশি।

[৩] প্রতিকেজি গাজর ৪০-৫০, সিম ২০-৩০, বরবটি ৫০-৬০, টমেটো ৮০, কাঁচা টমেটো ৩০, ধনিয়া পাতা ৪০-৫০, কাঁচা মরিচ ৪০, শসা ২০-৩০, পটল ৩০, ঢেরস ৩০, বেগুন ২০, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া সাইজভেদে ২৫-৫০, কচুর লতি ৪০-৫০, চিচিংগা ৪০, ধুন্দল ৪০-৫০, ঝিঙা ৪০-৫০, করলা ৪০-৫০, উস্তা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

[৪] প্রতিপিস বাঁধা ও ফুলকপি বিক্রি হচ্ছে ২০-৩০, কলা প্রতিহালি ১৫-২০, জালি কুমড়া প্রতিপিস ৩০-৩৫, লাউ ২০-৩০ টাকায়। আলু কারওয়ান বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য বাজারে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে আলু।

[৫] বাজারে প্রতিআঁটি লাল শাক বিক্রি হচ্ছে ১০, পালং শাক ২০, ডাটা শাক ১৫, মুলা শাক ১০, কলমি শাক ১০, লাউ ও কুমড়ার শাক ৩০ টাকায়।

[৬] দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০, আমদানিকৃত মিশরের পেঁয়াজ ৩০ টাকা, চায়না পেঁয়াজ ৩০ টাকায়। আর গাছসহ দেশি নতুন পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

[৭] মাংস ও ডিমের গত সপ্তাহের মত। মাছের দাম গত সপ্তাহে বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে আর কমেনি। প্রতিকেজি শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ২৫০-৫০০, রুই (আকারভেদে) মাছ ১২০-৩৫০, মৃগেল ২০০-২৫০, পাঙাস ১২০-১৫০ টাকা, কাতল ১৭০-২৮০, তেলাপিয়া ১১০-১৫০, সিলভার কাপ ১০০-১৫০, কৈ মাছ (আকারভেদে) ১৮০-২৫০ টাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়