শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলু ও পেঁয়াজের পাশাপাশি কাঁচামরিচের দামও কমেছে, ব্যবসায়ীরা বলছেন আরো দাম কমবে

লাইজুল ইসলাম: [২] শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজার, কারওয়ান বাজার, নিউমার্কেট ও পলাশী বাজার ঘুরে দেখা গেছে শীত মৌসুমের সবজিতে ভরপুর কাঁচা সবজির দোকানগুলো। সব পন্য গত সপ্তাহের মত কম দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কাঁচা পন্যের দাম কিছুটা বেশি।

[৩] প্রতিকেজি গাজর ৪০-৫০, সিম ২০-৩০, বরবটি ৫০-৬০, টমেটো ৮০, কাঁচা টমেটো ৩০, ধনিয়া পাতা ৪০-৫০, কাঁচা মরিচ ৪০, শসা ২০-৩০, পটল ৩০, ঢেরস ৩০, বেগুন ২০, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া সাইজভেদে ২৫-৫০, কচুর লতি ৪০-৫০, চিচিংগা ৪০, ধুন্দল ৪০-৫০, ঝিঙা ৪০-৫০, করলা ৪০-৫০, উস্তা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

[৪] প্রতিপিস বাঁধা ও ফুলকপি বিক্রি হচ্ছে ২০-৩০, কলা প্রতিহালি ১৫-২০, জালি কুমড়া প্রতিপিস ৩০-৩৫, লাউ ২০-৩০ টাকায়। আলু কারওয়ান বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য বাজারে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে আলু।

[৫] বাজারে প্রতিআঁটি লাল শাক বিক্রি হচ্ছে ১০, পালং শাক ২০, ডাটা শাক ১৫, মুলা শাক ১০, কলমি শাক ১০, লাউ ও কুমড়ার শাক ৩০ টাকায়।

[৬] দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০, আমদানিকৃত মিশরের পেঁয়াজ ৩০ টাকা, চায়না পেঁয়াজ ৩০ টাকায়। আর গাছসহ দেশি নতুন পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

[৭] মাংস ও ডিমের গত সপ্তাহের মত। মাছের দাম গত সপ্তাহে বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে আর কমেনি। প্রতিকেজি শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ২৫০-৫০০, রুই (আকারভেদে) মাছ ১২০-৩৫০, মৃগেল ২০০-২৫০, পাঙাস ১২০-১৫০ টাকা, কাতল ১৭০-২৮০, তেলাপিয়া ১১০-১৫০, সিলভার কাপ ১০০-১৫০, কৈ মাছ (আকারভেদে) ১৮০-২৫০ টাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়