শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টি-টেনে খেলবেন তাসকিন-মোসাদ্দেক-নাসির

স্পোর্টস ডেস্ক: জানুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠেয় টি টেন লিগে ডাক পেলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। চমক দেখিয়ে পুনে ডেভিলসে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।

এছাড়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দারুণ ছন্দে থাকা আফিফ হোসেন, পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে।

বুধবার টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন ক্যাটাগরি থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বেছে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনের অন্তর্ভূক্তি বেশ চমক জাগানিয়াই বলতে হবে। ক'দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খেলতে পারেন নি তিনি। তবে জায়গা করে নিয়েছেন আবুধাবি টি টেন লিগে। ড্রাফটের অষ্টম রাউন্ডে তাকে স্কোয়াডে টেনে নেয় পুনে ডেভিলস।

আসরের আরেক ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদি হাসানকে।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স চুক্তি করেছে পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে। এই দলে আরো খেলবেন পাকিস্তানী দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলো হলো, বাংলা টাইগার্স, মারাঠা অ্যারাবিয়ান্স, দিল্লী বুলস, কালান্দার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, পুনে ডেভিলস, টিম আবু ধাবি এবং নর্দার্ন ওয়ারিয়র্স।

এবারের আসরটি নভেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে পেছানো হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে আসরটি। শেষ হবে ৬ ফেব্রুয়ারি। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়