শিরোনাম
◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টি-টেনে খেলবেন তাসকিন-মোসাদ্দেক-নাসির

স্পোর্টস ডেস্ক: জানুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠেয় টি টেন লিগে ডাক পেলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। চমক দেখিয়ে পুনে ডেভিলসে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।

এছাড়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দারুণ ছন্দে থাকা আফিফ হোসেন, পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে।

বুধবার টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন ক্যাটাগরি থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বেছে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনের অন্তর্ভূক্তি বেশ চমক জাগানিয়াই বলতে হবে। ক'দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খেলতে পারেন নি তিনি। তবে জায়গা করে নিয়েছেন আবুধাবি টি টেন লিগে। ড্রাফটের অষ্টম রাউন্ডে তাকে স্কোয়াডে টেনে নেয় পুনে ডেভিলস।

আসরের আরেক ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদি হাসানকে।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স চুক্তি করেছে পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে। এই দলে আরো খেলবেন পাকিস্তানী দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলো হলো, বাংলা টাইগার্স, মারাঠা অ্যারাবিয়ান্স, দিল্লী বুলস, কালান্দার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, পুনে ডেভিলস, টিম আবু ধাবি এবং নর্দার্ন ওয়ারিয়র্স।

এবারের আসরটি নভেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে পেছানো হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে আসরটি। শেষ হবে ৬ ফেব্রুয়ারি। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়