শিরোনাম
◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টি-টেনে খেলবেন তাসকিন-মোসাদ্দেক-নাসির

স্পোর্টস ডেস্ক: জানুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠেয় টি টেন লিগে ডাক পেলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। চমক দেখিয়ে পুনে ডেভিলসে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।

এছাড়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দারুণ ছন্দে থাকা আফিফ হোসেন, পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে।

বুধবার টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন ক্যাটাগরি থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বেছে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনের অন্তর্ভূক্তি বেশ চমক জাগানিয়াই বলতে হবে। ক'দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খেলতে পারেন নি তিনি। তবে জায়গা করে নিয়েছেন আবুধাবি টি টেন লিগে। ড্রাফটের অষ্টম রাউন্ডে তাকে স্কোয়াডে টেনে নেয় পুনে ডেভিলস।

আসরের আরেক ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদি হাসানকে।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স চুক্তি করেছে পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে। এই দলে আরো খেলবেন পাকিস্তানী দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলো হলো, বাংলা টাইগার্স, মারাঠা অ্যারাবিয়ান্স, দিল্লী বুলস, কালান্দার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, পুনে ডেভিলস, টিম আবু ধাবি এবং নর্দার্ন ওয়ারিয়র্স।

এবারের আসরটি নভেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে পেছানো হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে আসরটি। শেষ হবে ৬ ফেব্রুয়ারি। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়