শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টি-টেনে খেলবেন তাসকিন-মোসাদ্দেক-নাসির

স্পোর্টস ডেস্ক: জানুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠেয় টি টেন লিগে ডাক পেলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। চমক দেখিয়ে পুনে ডেভিলসে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।

এছাড়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দারুণ ছন্দে থাকা আফিফ হোসেন, পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে।

বুধবার টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন ক্যাটাগরি থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বেছে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনের অন্তর্ভূক্তি বেশ চমক জাগানিয়াই বলতে হবে। ক'দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খেলতে পারেন নি তিনি। তবে জায়গা করে নিয়েছেন আবুধাবি টি টেন লিগে। ড্রাফটের অষ্টম রাউন্ডে তাকে স্কোয়াডে টেনে নেয় পুনে ডেভিলস।

আসরের আরেক ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদি হাসানকে।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স চুক্তি করেছে পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে। এই দলে আরো খেলবেন পাকিস্তানী দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলো হলো, বাংলা টাইগার্স, মারাঠা অ্যারাবিয়ান্স, দিল্লী বুলস, কালান্দার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, পুনে ডেভিলস, টিম আবু ধাবি এবং নর্দার্ন ওয়ারিয়র্স।

এবারের আসরটি নভেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে পেছানো হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে আসরটি। শেষ হবে ৬ ফেব্রুয়ারি। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়