শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহম্মদ শামির জায়গায় অবিলম্বে ইশান্ত শর্মাকে অস্ট্রেলিয়া পাঠানো হোক, বললেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : [২] সময়টা একেবারেই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হার। এমনকী এক ইনিংসে সর্বনিম্ন স্কোর-এর লজ্জার ইতিহাস লিখেছে বিরাট কোহলির টিম। জানা গিয়েছে, কব্জির হাড়ে চিড় ধরেছে পেসার মহম্মদ শামির।

[৩] অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে প্যাট কামিন্সের বাউন্সার সামলাতে গিয়ে ডান হাতে চোট পান মহম্মদ শামি। জানা গিয়েছে, তার ডান হাতে ফ্র্যাকচার হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের তিনটি টেস্ট ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। টিম ইন্ডিয়ার মেডিকেল স্টাফরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

[৪] স্ক্যান রিপোর্ট অনুযায়ী, শামির ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, চোট এতটাই গুরুতর যে ডান হাত দিয়ে কোনও কিছু শক্ত করে ধরতেও পারছেন না তিনি। এমনকী ওই হাতে একটি ব্যাট তুলতে গেলেও প্রচন্ড ব্যাথা অনুভব করছেন। তাই আগামী বেশ কিছুদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

[৫] শামির চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার তিনি বলেন, এটা (শামির চোট) বড় সমস্যা। ওর উইকেট তুলে নেওয়ার প্রবণতা রয়েছে। বাউন্সারে এবং ইয়রকারে ও প্রতিপক্ষকে ধাক্কা দিতে সক্ষম। যদি ও না খেলে তাহলে ভারতীয় দলের জন্য আরও বড় সমস্যা।

[৬] এদিকে ইশান্ত শর্মা যদি ফিট থাকেন তাহলে অবিলম্বে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হোক বলে মনে করেন গাভাস্কাক। এই প্রসঙ্গে তিনি বলেন, যদি ইশান্ত শর্মা ফিট থাকে। তাহলে আমার মনে হয় ওকে অবিলম্বে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিৎ। যদি ও দিনে অন্তত ২০ ওভারও বোলিং করতে পারে, তাহলে আগামিকালের বিমানেই ওকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত টিম ম্যানেজমেন্টের। -জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়