শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা

রাহুল রাজ: [২] মাশরাফি যে দলে থাকে সেই দলেই চ্যাম্পিয়াণ হয়। সেই কথাই আবার সত্য প্রমাণ হল। দেশে আয়োজিত প্রথম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি শিরোপা জয় করল জেমকন খুলনা। ১৫৬ রানের লক্ষ্য দিয়ে ৫ রানে ম্যাচ জিতেছে এবারের আসরের সবচেয়ে শক্তিশালি দল খুলনা।

[৩] চট্টগ্রামের পক্ষে লিটন- সৌম্য দ্রুতই ফিরে গেলে সৌকত আলী রানের চাকা সচল রেখে দলকে জয়ে পথে এগিয়ে নিতে থাকে কিন্তু ৪৫ বলে ৫৩ রানে সৌকত আউট হলে চট্টগ্রামের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ ওভারে চট্টগ্রামের দরকার ছিল ১৬ রান দরকার হলেও ১১ রানই তুলতে সক্ষম। ফলে ৫ রানের জয় নিয়ে প্রথম বারের মত শিরোপা নিজেদের ঘরে তোলে খুলনা। চট্টগ্রামের পক্ষে শহিদুল ইসলাম ২ টি উইকেট সংগ্রহ করে।

[৪] এর আগে টসে হেরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শুক্রবার প্রথমে ব্যাটিং করেতে নেমে একের পর এক উইকেট পতনে শুরু থেকেই চাপে পড়ে জেমকন খুলনা। স্কোর বোর্ডে কোন রান যোগ হবার আগেই জহুরুল ইসলাম অমি, সৌকতে হাতে বন্ধী হয়ে সাজ ঘরে ফিরে যান।

[৫] ৪৩ রানে ৩ উইকেট হরালে মাঠে নামেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এক প্রান্ত আগলে রেখে রিয়াদ ২ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললে ৭ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় খুলনা।

[৬] চট্টগ্রামের পক্ষে নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নিজের নামের পাশে যোগ করেন। মোস্তাফিজুর রহমান এদিন নিজের ঝুলিতে এক উইকেট তুলে টুর্নামেন্টে সর্বোচ্চ ২২ উইকেট তুলে নেয়।
ম্যাচ সেরা : মাহমুদুল্লাহ রিয়াদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়