ফরহাদ আমিন: [২] বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত এলাকা থেকে সকাল ৯ টা ৪৭ মিনিটে লাল সবুজের পতাকা হাতে নিয়ে সাঁতার শুরু করে বিকাল ৩টা ১৮ মিনিটে সেন্টমার্টিনে পৌঁছান।
[৩] তিনি সাঁতারে সময় নিয়েছেন ৫ ঘণ্টা ৩১মিনিট। [৪] এরমাধ্যমে তিনি টানা ১৬ বার এ চ্যানেল জয়ী একমাত্র সর্বোচ্চ রেকর্ড ধারী হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
[৪] তার এ কৃতিত্ব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ সূর্যসন্তান স্মৃতি ও বীর মুক্তিযুদ্ধদের প্রতি তিনি উৎসর্গ করেছেন।
[৫]লিপটন সরকার বলেন, ২০০৬ সাল থেকে প্রতিবছর তিনি সাঁতরে এই চ্যানেল অতিক্রম করছেন।
[৬] তার প্রত্যাশা- এ ধরনের অ্যাডভেঞ্চারে তরুণ প্রজন্ম আরও বেশি করে আগ্রহী হয়ে উঠুক। সম্পাদনা : মুরাদ